• প্রয়াত চিত্র সাংবাদিক এবং নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস, শোকের ছায়া সাংবাদিক মহলে ...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন চিত্র সাংবাদিক তথা নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। বাবা, মা, স্ত্রী ছাড়াও তাঁর এক পুত্র সন্তান বর্তমান। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিডনির সমস্যা-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে দেবাশিস ভর্তি হয়েছিলেন। তাঁর এই প্রয়াণে শোকাহত কোচবিহার জেলার সাংবাদিক মহল। মঙ্গলবার তাঁকে নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহার সদর মহকুমা প্রেস ক্লাব ও কোচবিহার প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলার সকল সাংবাদিকরা তাঁকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। শেষকৃত্য হয়েছে কোচবিহার মহাশশ্মানে।   

    সাংবাদিক হিসেবে দেবাশিস একটি প্রতিষ্ঠিত পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন। কোচবিহারের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল-এর   সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। সেইসঙ্গে তিনি কোচবিহারের বিভিন্ন নাট্যগোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন। চিত্র সাংবাদিক হিসেবে জেলায় যথেষ্টই জনপ্রিয় ছিলেন দেবাশিস। শেষে  কিডনির সমস্যা বা কিডনিজনিত রোগে আক্রান্ত হন।  

    এদিন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা জানান, ‘দেবাশিস বিশ্বাস আমাদের প্রেস ক্লাবের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে কোচবিহার জেলা প্রেস ক্লাব শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা না থাকলেও আমরা পরিবারের পাশে রয়েছি এবং থাকব।’
  • Link to this news (আজকাল)