• মধ্যমগ্রাম খুন কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ, এলাকায় যেতেই অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : মঙ্গলবারই আসল ঘটনা জানতে খুনের ঘটনায় অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে নিয়ে মধ্যমগ্রামের বাড়িতে গেল ফরেন্সিক দল। সেখানেই চলল ঘটনার পুননির্মাণ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার রাতে মধ্যমগ্রামের ভাড়া বাড়িতেই খুন করা হয়েছিল হয়েছিল সুমিতাকে।

    মঙ্গলবার সকালে কলকাতার আহিরীটোলা এলাকায় উদ্ধার করা হয়েছিল ট্রলিব্যাগে ভরা মহিলার দেহ। দুই মহিলা গঙ্গার ধারে ট্রলিব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ট্রলিব্যাগ থেকে চুঁইয়ে পড়েছিল রক্ত। তাই দেখেই স্থানীয়দের সন্দেহ হয়। তাতেই দুই মহিলা ধরা পড়ে যায়। ট্রলিব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে মহিলার দেহ। তারপরই ফাল্গুনী আর তার মা আরতি ঘোষকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

    মধ্যমগ্রাম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বীরেশপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ফাল্গুনী ও তাঁর মা আরতি। কয়েকদিন আগেই স্থানীয়রা এক প্রৌঢ়াকে ঢুকতে দেখেন তাঁদের বাড়িতে। সেই প্রৌঢ়াই সুমিতা। তাঁকেই খুন করা হয়েছে। তবে কেন খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। 
  • Link to this news (আজকাল)