• ঢাকুরিয়ায় ছিনতাইয়ের ঘটনা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, জানালেন কমিশনার মনোজ বর্মা...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শহরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ। ঢাকুরিয়ার ঝিল রোডে এক বয়স্ক মহিলাকে দাঁড় করিয়ে গলার হার ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন, বাপি সরকার, বাপ্পা সরকার এবং অমিত মণ্ডল। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, “ধৃত তিনজনের নামে আগেও থানায় অভিযোগ ছিল। ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করার চেষ্টা চলছে।” 

    কমিশনার বলেন, “ঢাকুরিয়ায় সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।” যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের বিরুদ্ধে আগেও এরকম অপকর্মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মনোজ বলেন, “এই তিনজন আগেও গ্রেপ্তার হয়েছিল। প্রায় আটটি মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে।” তবে পিয়ালী দে রায়ের থেকে যে সোনার গয়নাটি ছিনতাই হয়েছিল তা উদ্ধার করার চেষ্টা চলছে।'' 

    গত শনিবার গরফা থানায় ঢাকুরিয়ার ঝিল রোডে বিকেলে প্রৌঢ়া পিয়ালী দে রায়ের গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। জানা গিয়েছিল, বছর ষাটের ওই মহিলা এক আত্মীয়ের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন। তাঁর অভিযোগ ছিল, সেই সময়ে তিন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে তাঁর সামনে দাঁড়ায়। পিয়ালীর সঙ্গে কথা বলতে বলতে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে কিছু জানতে চায় তাঁরা। পিয়ালী সেই ফ্ল্যাটের দিকে তাকাতেই ছিনতাইকারীরা তাঁর গলা থেকে সোনার হারটি টান মেরে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, যাওয়ার আগে তারা পিয়ালীকে এই বলে শাসিয়ে যায় যে, বিষয়টি নিয়ে হইচই করলে ফল ভাল হবে না। প্রৌঢ়ার দাবি, ছিনতাই হওয়া সোনার হারটির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
  • Link to this news (আজকাল)