কুমোরটুলি কাণ্ডে নয়া মোড়, ধৃত মা-মেয়েকে জেরার পরই আটক ৩
আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কুমোরটুলিতে দেহ উদ্ধার কাণ্ডে অভিযুক্ত মা, মেয়েকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর এবার পুলিশের হাতে আটক আরও তিনজন। এদের মধ্যে দু'জন ভ্যান চালক ও একজন ট্যাক্সি চালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য উত্তর বন্দর থানার পুলিশ এই তিন জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে হাড় হিম ঘটনার সাক্ষী শহর কলকাতা। কুমোরটুলি ঘাটে দুই মহিলা ভারী একটি ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গার কাছে যাচ্ছিলেন। যা দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। এক মহিলা প্রশ্ন করতেই পাল্টা উত্তর আসে ব্যাগে তাঁদের কুকুরের দেহ রয়েছে, সেই দেহই গঙ্গায় ফেলতে এসেছেন তাঁরা। কথায় অসঙ্গতি মেলায় আশেপাশের লোকজন এসে নীল রঙের ওই ট্রলি ব্যাগ খুলতেই ভেতরে দেখা যায় টুকরো টুকরো দেহ । কাছেই সুতানুটি থানার আউট পোস্টে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে ভ্যানে তোলে। বাজেয়াপ্ত করা হয় নীল ট্রলিব্যাগ।
প্রথমে দুই মহিলা মানতে না চাইলেও ব্যাগ খুলতেই সবটা স্পষ্ট হয়ে যায়। উদ্ধার হয় এক মহিলার টুকরো টুকরো করা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। থানায় নিয়ে গিয়ে ওই মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃতরা হলেন ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। সম্পর্কে ফাল্গুনীর মা আরতী। পুলিশ সূত্রে খবর, যে মহিলার দেহ মিলেছে তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি।
এরপরই ফাল্গুনী ও আরতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের এই কাজে কারা সহায়তা করেছে। জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আটক দুই ভ্যান ও এক ট্যাক্সি চালকের নাম। আপাতত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।