প্রচুর ভুয়ো সিম কার্ড উদ্ধার করল সাইবার থানার পুলিশ, গ্রেপ্তার ৪
আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রচুর ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করল সাইবার থানা। বাগুইআটি থানা, বেডিএনপিসি এবং বেলেঘাটা থানা এলাকায় এই অভিযান চালানো হয়েছিল।
ঘটনার জেরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অনির্বাণ সাহা। বয়স ২৮। দেবলীনা চক্রবর্তী। বয়স ২৪ বছর। রিপন সাহা। বয়স ২২ বছর। এই তিনজনকে ২৪ ফেব্রুয়ারি বিকেলে অনির্বাণ সাহা ও দেবলীনা চক্রবর্তীর বাসভবন কেষ্টপুর থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও শোভন দেবনাথ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শোভনকে ২৪ ফেব্রুয়ারি রাতে বেলেঘাটা থেকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন। ৫টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন। ২৩৭টি সিম কার্ড পাওয়া গিয়েছে। এইসব ভুয়ো সিম কার্ড ভারতে ও বিদেশে বিভিন্ন প্রতারকদের কাছে সরবরাহ করা হত। পাশাপাশি সাইবার অপরাধের জন্যও ব্যবহার করা হত।