• ইঁদুরের থেকে ফসল বাঁচাতে জমিতে বিছিয়ে রাখা ছিল বিদ্যুতের তার! ঘটল হাড়হিম ঘটনা...
    ২৪ ঘন্টা | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রসেনজিৎ সর্দার: ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম পবন মণ্ডল (৪৫)। ঘটনাটি ঘটেছে সুন্দরবন গোসাবা থানার বালি দক্ষিণ পাড়া এলাকায়। গোসাবা থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 

    কী ঘটেছিল? 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পবন মণ্ডলের বাড়ির পাশেই তাঁর ডালের ক্ষেত ছিল। সেখানে ইঁদুরের উপদ্রব হয়। ইঁদুরের উপদ্রবে তাঁর ফসলের খুবই ক্ষতি হয়। তাই ইঁদুরের হাত থেকে বাগান বাঁচাতে বাগানের চারপাশে বিদ্যুতের তার ছড়িয়ে রেখেছিলেন তিনি। যাতে ডাল খেতে এলেই ইলেকট্রিক শক খেয়ে ইঁদুরগুলি মরে। 

    কিন্তু ঘটল ঠিক উল্টো! আজ, মঙ্গলবার পবন মণ্ডল বাগানে গিয়েছিলেন ডাল তুলতে। সেই সময়ে আচমকা নিজের বিছিয়ে রাখা বিদ্যুতের তারে নিজেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। আর্তনাদ করে পড়ে যান তিনি।

    এদিকে কিছু একটা ঘটেছে আঁচ করে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান। দ্রুত তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তড়িঘড়ি গোসাবা ব্লক হাসপাতালে নিয়েও যান। কিন্তু সেখানে পবনকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

  • Link to this news (২৪ ঘন্টা)