শংকরকুমার রায়, রায়গঞ্জ: সরষে খেত থেকে টেনে গিয়ে নিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বন্ধ স্কুল ঘরে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত এলাকার ঘটনা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের নাবালিকা বাড়ির কাছেই একটি প্রাইমারি স্কুল চত্বরে খেলছিল। সেই সময় অভিযুক্ত যুবক কিশোরীকে টেনে গিয়ে স্কুলে বন্ধ ঘরে নিয়ে যায়। সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। গ্রামের লোকজন ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। হেনস্থার শিকার কিশোরীর বাবার অভিযোগ, “সকালের দিকে বাড়ির কাছেই প্রাইমারি স্কুল চত্বরে মাঠে খেলছিল মেয়ে। তারপর একা পেয়ে তার কন্যাকে জবরদস্তি স্কুলের বাথরুমে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে।”
জেলা পরিষদের সদস্য তৃণমূলের রামদেব সাহানি বলেন,”খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করি।” গ্রামবাসীদের সহযোগিতায় নির্যাতিতার পরিবারের তরফে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়।