নেতাজি ইন্ডোরে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও! ২৬এর আগে মেগা ইভেন্ট ঘাসফুলের
হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
২৬এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা ইভেন্ট ২৭শে ফেব্রুয়ারি। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে তৃণমূলের শেষ বর্ধিত কর্মিসভা হয়েছিল। সেই নিরিখে এবার ২৭শে ফেব্রুয়ারির মিটিং অত্য়ন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। কারা এই মিটিংয়ে থাকবেন তার একটা রূপরেখা নির্দিষ্ট করে ইতিমধ্য়েই জেলা জেলায় চিঠি পাঠানো হচ্ছে।
তবে এবারের মিটিংয়ে একটা প্রশ্ন বার বারই উঠছে এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকা ঠিক কেমন হবে?
তবে এবার সূত্রের খবর, নেতাজি ইন্ডোরের সভাতে এবার অভিষেক বন্দ্যোপাধ্য়াও থাকবেন। সেক্ষেত্রে ২৬এর ভোটের সেনাপতির দায়িত্ব কী দেওয়া হবে অভিষেককে? সেই প্রসঙ্গেও দলের নীচুতলায় নানা আলোচনা চলছে।
এদিকে বর্তমানে দলের অন্দরে মমতা ও অভিষেকের সমীকরণ নিয়ে কিছুটা চর্চা হয়। এমনকী উভয়ের মধ্য়ে দূরত্ব তৈরি হয়েছে বলেও অনেকে মনে করতেন। তবে বাস্তবে তা কতটা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তবে সূত্রের খবর, দলের রাশ মমতার হাতে থাকলেও অভিষেকের গুরত্ব কোনও অংশে কমে গিয়েছে এমনটা নয়। দলের অন্দরে এনিয়ে নানা চর্চা রয়েছে। তবে সূত্রের খবর, নেতাজি ইন্ডোরের বৈঠকের দিনক্ষণ নিয়ে মমতার সঙ্গে অভিষেকের কথা হয়েছিল। এরপরই বৃহস্পতিবার সভা হবে বলে দিনক্ষণ ঠিক হয়। এদিকে তার আগের দিন শিবরাত্রি রয়েছে বলে কিছুটা আপত্তি উঠেছিল। তবে শেষ পর্যন্ত শিবরাত্রির পরের দিনটাই সভা হবে বলে ঠিক করা হয়। তারপরই দলের রাজ্য নেতৃত্বের কাছে এনিয়ে নির্দেশ চলে যায়।
এদিকে এবারের সভা থেকে মমতা কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল। মূলত দলের অন্দরে দ্বন্দ্ব মেটানো, কোন ইস্যুতে প্রচার করা হবে সহ নানা বিষয় নিয়ে নেত্রী কী পরামর্শ দেন সেটাও দেখার।
সেই সঙ্গেই রাজ্য তৃণমূলের তরফে জেলায় জেলায় একটি বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই চিঠিতে লেখা হয়েছে, নিম্নোক্ত বর্গের কর্মীদের এই সভায় যোগদানের জন্য় বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
১) সাংসদ ও বিধায়কগণ
২) রাজ্য পদাধিকারী
৩) জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানগণ ও জেলা শাখা সংগঠন সভাপতি
৪) জেলা পরিষদ সদস্যগণ
৫)কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যান ও কাউন্সিলরগণ
৬) ব্লক সভাপতি
৭) অঞ্চল সভাপতি
৮) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান
৯) পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি
১০) শাখা সংগঠনের রাজ্য সভাপতি।
এই সমস্ত পদাধিকারীরা নেত্রীর মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে রাজ্য তৃণমূলের পাঠানো চিঠিতে।
সেই সঙ্গেই চিঠিতে লেখা হয়েছে, জেলা সভাপতিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের জেলার ডেলিগেট লিস্ট তৈরি করে নাম, পদ, ফোন নম্বর সহ ২৫শে ফেব্রুয়ারির মধ্য়ে জয়প্রকাশ মজুমদার কাছে পাঠিয়ে দেন। সেই সঙ্গেই কোন হোয়াটস অ্যাপ নম্বরে পাঠাতে হবে সেটাও জানানো হয়েছে।