• ‘টাকা আর চাকরি দিয়ে সবাইকে কেনার চেষ্টা করছেন মমতা’
    হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলার চেষ্টা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

    এদিন সুকান্তবাবু বলেন, পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না। যখনই কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। গতকাল ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। টাকা, নইলে সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। মহিলারা এখানে মোটেও সুরক্ষিত নয়। আমরা সেকথা বারবার বলছি।

    সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চিকিৎসকদের বেতনবৃদ্ধিসহ একগুচ্ছ সুযোগসুবিধা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সুকান্তবাবু বলেন, আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই ক্ষোভকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন। চিকিৎসকরা আমাদের সমাজের সব থেকে শিক্ষিত মানুষ। আমার বিশ্বাস তাঁরা এই প্রলোভনে ভুলবেন না যে আরজি করে আমাদের একজন বোনের সঙ্গে কী ঘটেছিল আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কী চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে।

    পানাগড়ে তরুণীর মৃত্যু নিয়ে সুকান্তবাবু বলেন, কুম্ভ মেলায় কী হল তা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের শেষ নেই। আর নিজের রাজ্যে একজন তরুণীকে উনি নিরাপত্তা দিতে পারছেন না। ২০ কিলোমিটার ধরে গাড়িটাকে ধাওয়া করল। কী করছিল পুলিশ? কোথায় ব্যস্ত ছিল তারা?
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)