• কাজের বরাত পেতেই ‘বহিরাগত’-কে মারধর, গ্রেপ্তার শালবনির পাঁচ ঠিকাদার
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-টেন্ডারের ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত শালবনির ৪ নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত। তাতেই আপত্তি জানিয়েছিলেন স্থানীয় ঠিকাদাররা বলে অভিযোগ। তাঁদের আপত্তিকে পাত্তা না দিয়েই ই-টেন্ডার করা হয়। তাতে যিনি কাজের বরাত পান তাঁকে স্থানীয় ঠিকাদাররা মারধর করেন বলেও অভিযোগ। ওই ব্যক্তিকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করে মারধর করা হয় বলে জানা গিয়েছে। এ নিয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শালবনি থানার পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজন ঠিকাদারকে।

    জানা গিয়েছে, ওই ই-টেন্ডারে সাবমার্সিবল বসানোর জন্য কাজের বরাত পান মেদিনীপুর শহরের বাসিন্দা শেখ ইসায়িন। সোমবার, তিনি যখন ওয়ার্ক অর্ডার তুলতে বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছান তখন তাঁকে স্থানীয় ঠিকাদাররা মারধর করেন বলে অভিযোগ।

    ইয়াসিন শালবনি থানায় অভিযোগ দায়ের করলে, সোমবার গভীর রাতে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি শালবনি ব্লকের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়। আদালত তাঁদের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

     এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেন বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো।

    শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, ‘ই-টেন্ডার প্রক্রিয়ার সকলেই অংশ নিতে পারে। আধিকারিকরা যাঁকে যোগ্য মনে করবেন তিনিই কাজ পাবেন। এতে কারোর রাগ করার মতন কিছু নেই।’

  • Link to this news (এই সময়)