• জেলা আদালতের ছ’তলা ভবনের উদ্বোধন মার্চেই!
    বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা আদালতের নির্মীয়মাণ ছ’তলা বিল্ডিংয়ের উদ্বোধন মার্চ মাসেই হতে পারে। সেই লক্ষ্যেই পূর্তদপ্তর যুদ্ধকালীন ভিত্তিতে শেষ মুহূর্তের কাজে ঝাঁপিয়েছে। এখন বিল্ডিংয়ে রং, পানীয় জল ও বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। 


    পূর্তদপ্তরের আলিপুরদুয়ারের নির্বাহী বাস্তুকার প্রদীপ হালদার বলেন, জেলা আদালতের ছ’তলা অত্যাধুনিক বিল্ডিংয়ের জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। আশা করছি, মার্চ মাসে বিল্ডিং হস্তান্তর করা যাবে। সেই লক্ষ্যেই কাজ এগচ্ছে। 


    গত ২২ জানুয়ারি শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। বৈঠকে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী মুখ্যমন্ত্রীকে বলেন জেলা আদালতের ছ’তলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার মুখে। মুখ্যমন্ত্রীর কাছে বিল্ডিং উদ্বোধনের আর্জি জানান। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সেসময় বলেছিলেন সময় পেলে তিনি নিজে এসে এই বিল্ডিংয়ের উদ্বোধন করবেন। আর তা না হলে ভার্চুয়ালি উদ্বোধন করে দেবেন। 


    ২০১৪ সালের ২৫ জুন আলিপুরদুয়ার পৃথক জেলা হয়েছে। এরপর আলিপুরদুয়ার জেলা আদালত গঠন করা হয়। এবার একই ছাদের তলায় জেলা আদালতের ছ’তলা বিল্ডিংয়ের উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা। আলিপুরদুয়ার জেলা আদালতের এই ছ’তলা বিল্ডিং হওয়ায় কী কী সুবিধা হতে পারে? এই প্রশ্নে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুলবাবু বলেন, ফাস্ট ট্র্যাক, সিজেএম, চিফ জুডিশিয়াল ও স্পেশাল কোর্ট সহ সব ধরনের আদালত থাকবে এই বিল্ডিংয়ে। একই ছাদের তলায় সব আদালত থাকাতে সুবিধা হবে বিচারপ্রার্থী সাধারণ মানুষের। হয়রানি কমবে। 


    মৃদুলবাবু বলেন, বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদেরও নির্দিষ্ট আদালতে যেতে সুবিধা হবে। আমরা মুখ্যমন্ত্রীকে জেলা আদালতের নতুন বিল্ডিং উদ্বোধনের জন্য আবারও আর্জি জানাব।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)