নাদনঘাটে ফিরে প্রাক্তন স্বামীর সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন সুমিতা
বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কয়েক বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপরও প্রাক্তন স্বামীর সঙ্গে নতুন করে সংসার করতে চেয়েছিলেন সুমিতা ঘোষ (৫৫)। তাই দিন চারেক আগে তিনি মধ্যমগ্রাম থেকে কালনার নাদনঘাটের কালীতলায় এসেছিলেন। তাঁর সঙ্গে এসেছিলেন আরও একজন। সেই ব্যক্তি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালে সুমিতার সঙ্গে নাদনঘাটের কালীতলার সুদীপ্ত ঘোষের বিয়ে হয়। কয়েক বছর পর থেকে পরিবারে অশান্তি শুরু হওয়ায় ডিভোর্স মামলা ফাইল হয়। ২০১৭ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। সুমিতা শিয়ালদহে তাঁর দিদির বাড়িতে চলে যান। তবে তিনি মাঝেমধ্যে সুদীপ্তবাবুকে ফোন করতেন। বেশি কথা হতো না। সুদীপ্তবাবু বলেন, ‘বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওর সঙ্গে আর যোগাযোগ রাখতে চাইনি। ও কোথায় থাকত, সেটাও জানতাম না। ওকে নির্মমভাবে খুন করার বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানতে পারি। ওর বাপের বাড়ি অসমের জোরহাটে। তবে বহু বছর আগে সেখান থেকে চলে আসে। কলকাতায় থাকত। সেখান থেকেই যোগাযোগ করে বিয়ে হয়েছিল।’
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, চারদিন আগে সুমিতাদেবী নাদনঘাটে এসে তাঁর প্রাক্তন স্বামীর এক ঘনিষ্ঠর বাড়িতে যান। তার আগে তিনি ওই ব্যক্তিকে কয়েকবার ফোন করেন। কিন্তু তিনি বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় সরাসরি তাঁর বাড়িতে চলে আসেন। ওই ব্যক্তির কথায়, ‘হঠাৎ করেই উনি বাড়িতে চলে আসেন। বলছিলেন, প্রাক্তন স্বামীর সঙ্গে সংসার করতে চাই। একা জীবন ভালো লাগছে না। আগে যদি কোনও ভুল করে থাকি, তা শুধরে নেব।’ তিনিই জানান, বিয়ের চার-পাঁচ বছর পর থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরে। সুমিতা শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। প্রায়শই অশান্তি হতো। সুদীপ্তবাবুদের পরিবার সচ্ছল। তাঁর বাবা স্কুলের শিক্ষক ছিলেন। মা স্বাস্থ্যদপ্তরে চাকরি করতেন। কয়েক বিঘা জমি রয়েছে। সুদীপ্তবাবু একসময় জামশেদপুরে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মঙ্গলবার কলকাতার কুমোরটুলি ঘাটে ট্রলিব্যাগ থেকে সুমিতার দেহ উদ্ধার হয়। দেহ গঙ্গায় ভাসিয়ে দিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয় দুই মহিলা। তারপর জানা যায়, সুমিতার শ্বশুরবাড়ি ছিল নাদনঘাটে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, চারদিন আগে হঠাৎ কেন তিনি প্রাক্তন স্বামীর সঙ্গে আবার সংসার পাততে চেয়েছিলেন? তাঁর সঙ্গে আসা ব্যক্তি কে ছিলেন, তা নিয়েও চলছে চর্চা।