১০টি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের
বর্তমান | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের ১০টি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ছিল ওই সমবায় সমিতিগুলির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সোমবার ও মঙ্গলবার, দু’দিনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ৩০৭ জন প্রতিনিধি মনোনয়নপত্র জমা দেন। বিরোধীদের পক্ষ থেকে কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। সন্তোষপুর, পূর্ব রামনগর পঞ্চায়েতের দুটি সমবায় সমিতি, তালপুর, বালিগড়ি-২, ভঞ্জিপুর পঞ্চায়েতের একটি ও আস্তাড়া পঞ্চায়েতের তিনটি সমবায় সমিতি নির্বাচনের দিন ধার্য হয়েছিল ২৩ মার্চ। বিরোধীদের মনোনয়নপত্র জমা না পড়ায় ১০টি সমবায় সমিতিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিরোধীরা অভিযোগ তোলেন, সব ভোটেই তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর অত্যাচার চালায়। সেই আশঙ্কাতেই প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। এই বিষয়ে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহরায় জানান, বিরোধীরা প্রার্থী দেওয়ার মতো কাউকে খুঁজে পাননি। এখন মিথ্যা অপবাদ দিচ্ছেন তাঁরা।