‘একেন’-এর সঙ্গী ‘অনিমেষ দত্ত!’ জয়দীপের ছবিতে শাশ্বত-অনির্বাণ এক ফ্রেমে?
আনন্দবাজার | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
ধীরে ধীরে নাকি ছন্দে ফিরছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। চলতি বছরের শুরুতে ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন। যার জেরে তাঁর সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর নতুন পর্বের শুটিং স্থগিত হয়ে যায়। শোনা যাচ্ছে, সেই সমস্যা মিটেছে। পরিচালকও নাকি নতুন উদ্যমে তাঁর পরবর্তী ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। টলিউডে গুঞ্জন, এ বছর তিনি ‘একেনবাবু’কে আরও এক বার বড় পর্দায় আনতে চেষ্টা করবেন। আর সেখানেই বড় চমক। এ বার নাকি জনপ্রিয় গোয়েন্দার সঙ্গী হতে চলেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজ়ের দুঁদে পুলিশ অফিসার ‘অনিমেষ দত্ত’! অর্থাৎ, জয়দীপের পরিচালনায় ক্যামেরা ভাগ করতে পারেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়।
টলিপাড়ায় এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই জয়দীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। তাঁর ফোন বন্ধ। এ দিকে ঘনিষ্ঠ সূত্র বলছে, চিত্রনাট্য পড়ার জন্য ঘন ঘন নাকি একত্রিত হচ্ছেন পরিচালক, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রযোজনা সংস্থা এসভিএফের কর্তাব্যক্তিরা। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু হতে পারে।
গত পুজোয় বড় পর্দায় ফেরার কথা ছিল ‘একেনবাবু’র। দেশ ছেড়ে বিদেশে রহস্য সমাধানের কথা ছিল তাঁর। তখনও শোনা গিয়েছিল, প্রথমে ইজ়রায়েল, তার পর রাশিয়ায় যাবেন গোয়েন্দা। নানা কারণে সে সব হয়নি। শেষে গত শীতে তাঁর গন্তব্য ছিল পুরী। সেই সময় আনন্দবাজার অনলাইনকে জয়দীপ জানিয়েছিলেন, ২০২৫-এর বাংলা নববর্ষে ‘একেন’ বড় পর্দায় আসতে পারেন। মার্চ মাসে শুটিং শুরু হলে কি পয়লা বৈশাখে বড় পর্দায় তাঁকে আনা সম্ভব? জানা যায়নি। যেমন জানা যায়নি, শাশ্বতকে কোন ভূমিকায় দেখা যাবে, আর কারা থাকবেন কিংবা ছবির গল্প কী। তবে গোয়ন্দার দুই সহকারী বাপি (সুহোত্র মুখোপাধ্যায়) এবং প্রমথ (রেডিয়ো জকি সোমক)-র কোনও বদল ঘটছে না বলেই খবর।
আরও জানা গিয়েছে, ‘একেন’-এর শুটিং শেষ হলে সম্ভবত এপ্রিল মাস থেকে পিছিয়ে যাওয়া সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর শুটিং শুরু করতে পারেন জয়দীপ।