• রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সিসিইউতে ভর্তি থাকা অবস্থায় এক রোগীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের এক সাফাই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সাফাই কর্মীর নাম বিনোদ পন্ডিত। ঘটনার তদন্ত করছে ডায়মন্ড হারবার পুলিশ। 

    জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের নেতরা গ্রামের এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাকে। অভিযোগ, সেখানেই হাসপাতালে ওই সাফাই কর্মী তার শ্লীলতাহানি করেন। 

    সোমবার পরিবারের লোকজন হাসপাতালে গেলে মেয়েটি বিস্তারিত ঘটনা তার মা’কে জানায়। এর পরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয় মেয়েটির পরিবারের তরফে। পাশাপাশি রোগীর পরিবারের তরফে ডায়মন্ড হারবার থানায় শ্লীলতাহানির অভিযোগ জানো হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার হাসপাতালের ওই চুক্তিভিত্তিক সাফাই কর্মীকে গ্রেপ্তার করা হয়। 

    মেয়েটির বাবা বলেন, ‘শনিবার সন্ধ্যায় ৭টার সময় ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওকে সিসিইউতে দিয়েছিল। আমরা যখন সোমবার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি, তখন মেয়ে জানাচ্ছে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। বিষয়টি আমরা হাসপাতালকেও জানিয়েছি।’ 

  • Link to this news (এই সময়)