• পুরুলিয়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক যাত্রী
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জি: সরকারি বাস ও লরির মধ্যে সংঘর্ষ। বাঁকুড়া থেকে পুরুলিয়া মাঝে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার বিকেলে হঠাৎই একাধিক বাসযাত্রী দুর্ঘটনার কবলে পড়েন। আহত হয়েছেন অনেকে। 

    জানা গেছে, সরকারি বাসটি একাধিক যাত্রীকে নিয়ে বাঁকুড়া থেকে পুরুলিয়ার অভিমুখে রওনা হয়েছিল। পুরুলিয়ার কিছুটা আগে, হুড়া থানার নিমতল এলাকায় হঠাৎই উল্টো দিক থেকে একটি ট্রাক এসে বাসের সামনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী প্রবল ঝাঁকুনিতে পড়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত হুড়া থানা থেকে পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে হুড়ার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে। 

    আহত যাত্রীদের মধ্যে অনেক মহিলা যাত্রী ছিলেন। যাঁদের নাক মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে চোট লাগে। খবর পেয়ে হুড়া থানা এলাকার স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধারকাজেও ছুটে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সরকারি বাসের স্পিড নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ ট্রাকটা কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে।
  • Link to this news (আজকাল)