তারাতলায় উদ্ধার বিহারের এক ব্যক্তির ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাতের শহরে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মঙ্গলবার রাতে তারাতলা রোডের নেচার পার্কের কাছে একটি তেলের ট্যাঙ্কার থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গার্ডেনরিচ থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ দেহটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দুই পথচারী। খবর দেওয়া হয় পুলিশে। দেহটিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাছ থেকে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। সেই সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অরবিন্দ কুমার। বিহারের সারন জেলার বাসিন্দা। তাঁর গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। কেউ কোনও অভিযোগও দায়ের করেননি। মৃতদেহের ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। এরপরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অস্বাভিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।