• আজ থেকে হাঁসফাঁস গরমের পূর্বাভাস, বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস?
    আজ তক | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ফাল্গুন মাস চলছে, আর হাওয়া অফিস বলছে, গরমের অনুভূতি এবার বাড়বে। সম্প্রতি ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার তা চড়বে। মার্চের শুরু থেকেই বাড়বে উষ্ণতা। মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরম অনুভূত হবে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে রাজ্যে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে
    হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছিল। বুধবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরম অনুভূত হবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 
    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং,কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী দার্জিলিংয়ের কিছু কিছু পার্বত্য এলাকায় ফের একবার তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়।

    কলকাতার পরিস্থিতি
     আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। এমনকি, মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের! আবহাওয়া দফতর বলছে, সকালে মনোরম আবহাওয়া থাকবে তিলোত্তমা মহানগরীতে। আপাতত আগামী দিন কয়েক শহর কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে সপ্তাহের শেষের দিকে তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যেতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজ তক)