আলুচাষিদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আলুর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি, ডিভিসি-র বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
ডিভিসির হঠাৎ জল ছাড়ার কারণে এবং টানা বৃষ্টির জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে হাওড়া ও সংলগ্ন জেলার চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলুচাষ। এই অবস্থায় রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত আলু সরকার কিনে নেবে।
এছাড়াও কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড গঠনের ঘোষণা করেছেন তিনি। রাজ্যের দাবি, এই পদক্ষেপ চাষিদের আর্থিক সুরক্ষা দেবে এবং ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিকটা স্বস্তি পেয়েছেন আলুচাষিরা, যারা জমিতে নেমে ক্ষতিগ্রস্ত ফসল তুলে ফেলার চেষ্টায় ছিলেন।