সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে চোখ রাঙাবে তাপমাত্রা! মার্চের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?
প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: ক্যালেন্ডার বলছে বিদায় নিয়েছে শীত। বেলা বাড়তেই রীতিমতো চোখ রাঙাচ্ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা। তবে উত্তরে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২ মার্চ। এদিকে অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরলে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ পড়বে না। সকালে দিকে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। তবে আকাশ পরিষ্কার থাকবে। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
জানা গিয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশায় মুড়বে পথঘাট। দার্জিলিংয়ে ফের হালকা তুষারপাত হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার বাড়বে বৃষ্টি। চলবে শনিবার পর্যন্ত। আগামী ৪ থেকে ৫ দিন এরকমই থাকবে তাপমাত্রা। উল্লেখ্য, আজ ও আগামিকাল রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি ,আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটকের উপকূল এলাকা, জম্মু-কাশ্মীর, লাদাখে।