• রিজেন্ট পার্কে রাস্তায় পড়ে যুবকের রক্তাক্ত দেহ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় রাস্তার উপর পাওয়া গেল যুবকের রক্তাক্ত মৃতদেহ। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার রাস্তায় ওই মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনা নাকি খুন? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। রিজেন্ট পার্ক এলাকার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার টেকনিশিয়ান স্টুডিওর পাশের রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার রাত প্রায় তিনটে নাগাদ ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে পরীক্ষা করে দেখেন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের পাশেই পড়েছিল একটি হেলমেট। দুর্ঘটনার কারণেই কি মৃত্যু হয়েছে? নাকি খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠেছে।

    পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক বাইক আরোহী ছিলেন। বাইকের পিছনে তিনি বসেছিলেন। যাওয়ার সময় তিনি কোনওভাবে বাইক থেকে পড়ে যান। তারপরেই মৃত্যু। তবে কেন বাইকচালক দাঁড়ালেন না? কেন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত যুবকের বাড়ি দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায়। মৃতের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক বছর ৩৫। অত রাতে কোথা থেকে তিনি ফিরছিলেন? সেসবও খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা। ঘটনা জানার জন্য ওই অকুস্থলের রাস্তার সিসিটিভি পরীক্ষা করে দেখা হবে। সেই কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)