কলকাতা পুর এলাকায় হিন্দিভাষী স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, ঈদ-উল-ফিতরে দু’দিন ছুটি থাকছে – কলকাতা পুরসভার এরকমই একটি নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই পুরসভার শিক্ষা বিভাগের আধিকারিক সিদ্ধার্থশঙ্কর ধারা ওই নোটিস জারি করেছিলেন বলে একটি বিবৃতিতে জানিয়েছে কলকাতা পুরসভা। পাশাপাশি ওই আধিকারিককে শোকজ় করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ছুটি কলকাতা পুর এলাকায় হিন্দিভাষী স্কুলগুলির ছুটি সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়। সেখানে জানানো হয়, ঈদ-উল-ফিতরের জন্য আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল ছুটি থাকছে। এ দিকে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার পুজোর ছুটি থাকছে না। এই বিজ্ঞপ্তির পরেই বিতর্ক হতে শুরু করে।
বুধবার সকালে কলকাতা পুরসভার তরফে ফের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, ওই আধিকারিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই ওই নোটিস দিয়েছিলেন। পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি বাতিল করে দেওয়া হয়। ওই আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
ইতিমধ্যেই শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধারাকে শোকজ় করা হয়েছে। কেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ওই নোটিস জারি করেছিলেন সে ব্যাপারে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।