• গার্ডেনরিচে অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ, গ্রেপ্তার চার, উদ্ধার নগদ এক কোটি টাকা-সহ সোনার গয়না...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার গার্ডেনরিচ থানার অন্তর্গত একটি বাড়িতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ প্রায় এক কোটি ১৮ লক্ষ টাকা এবং সোনার গয়না। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার কলকাতা পুলিশের একটি দল গার্ডেনরিচ থানার অন্তর্গত আয়রন গেট রোড এলাকায় হোয়াইট হাউস বিল্ডিং নামক একটি বাড়িতে হানা দেয়। পুলিশ কাছে খবর ছিল বাড়িটিতে অবৈধ কলসেন্টার চালানো হচ্ছিল। সেখানে হানা দিয়ে খালিদ ইউসূফ খান (২৯), জাস্টিন পাল (২৮), মহম্মদ শাহরুখ (৩৩) এবং মুরসিল খান (২৮) নামের চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ এক কোটি ১৮ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এছাড়াও অফিসটিতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ল্যাপটপ, রাউটার এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬, ৬৬সি, ৬৬ডি, ৪৩ ধারায় এবং ভারতীয় দণ্ডবিধির ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতের আবেদনও করা হবে।
  • Link to this news (আজকাল)