• স্টেডিয়ামের পাশ দিয়ে চুপচাপ যাচ্ছিলেন, হাতের ব্যাগ খুলতেই পুলিশের মাথা ঘুরে গেল!‌ কী হয়েছে জানুন ...
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সোহান রেজা (২৪)। বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায়। 

    ধৃত যুবকের কাছ থেকে ১৩০ রাউন্ড গুলি, আটটি ফাঁকা ম্যাগাজিন এবং চারটি ৭ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদের কোনও থানা এলাকা থেকে একসঙ্গে এত পরিমাণ গুলি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। 

    ধৃত ওই যুবক কোথা থেকে এত বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হবে। 

    বহরমপুর থানার এক আধিকারিক জানান, বুধবার সকালে জেলার ‘‌স্পেশাল অপারেশন গ্রুপ’‌ এবং বহরমপুর থানার অফিসাররা গোপন সূত্রে খবর পান জলঙ্গি থানা এলাকার এক যুবক বিপুল পরিমাণ গুলি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। 

    এরপরই পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ওই যুবককে আটক করে এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যন্ত উন্নতমানের চারটি ৭ এমএম পিস্তল, ম্যাগাজিন এবং ১৩০ রাউন্ড গুলি। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, জলঙ্গি থানা এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রে আরও খবর, ওই যুবক জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকার এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি পেয়েছিল। বুধবার সকালে ওই যুবক বাসে করে ধুলিয়ান থেকে বহরমপুরে এসে পৌঁছয়। তারপর বাস পরিবর্তন করে তার জলঙ্গি যাওয়ার কথা ছিল। 

    পুলিশ সূত্রে খবর, সোহান রেজা জলঙ্গি থানা এলাকার আরও কয়েকজনের সাহায্য নিয়ে দুই দেশের মধ্যে কাঁটাতারহীন এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র এবং গুলির ‘‌কনসাইনমেন্ট’‌ বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।

     
  • Link to this news (আজকাল)