রিজেন্টপার্কে যুবকের রহস্য়মৃত্যু, রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
আজ তক | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতায় ফের যুবকের রহস্যমৃত্যু। এবার রাস্তা থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই যুবকের শরীরে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন নেই। তবে মাথায় গভীর ক্ষত রয়েছে। কীভাবে যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
আজ ভোররাতে রিজেন্ট পার্কের টেকনিশিয়ান স্টুডিয়োর রাস্তার কাছে এক যুবকের মৃতদেহ দেখতে পায় পথচলতি মানুষজন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানান, 'ভোরবেলা দেহ উদ্ধার হয়েছে। যুবকের দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তার অনতিদূর থেকে হেলমেট মিলেছে। কীভাবে মত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে বোঝা যাবে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই যুবক হয় বাইক চালাচ্ছিলেন অথবা বাইকে বসেছিলেন। যদি বাইক চালিয়ে থাকেন তাহলে তাঁর বাহনটি চুরি গিয়েছে। আর যদি তিনি পিছনে বসে থাকেন, তাহলে তাঁকে ফেলে পালিয়েছে চালক।'
পুলিশের তরফে এও জানানো হয়েছে, রিজেন্ট পার্ক থানায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এদিকে পুলিশের আর একটি সূত্রের দাবি, মৃত যুবক দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার বাসিন্দা। বয়স আনুমানিক ৩৫ বছর।
প্রসঙ্গত, কলকাতার একাধিক জায়গায় সিসিটিভি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। রাস্তার তুলনায় সিসিটিভি কম বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছিল, সিসিটিভি বসানো হবে।