• আশ্চর্য এই শিবমন্দিরে পুজো দিতে এসে বিগ্রহ দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 'জ্যান্ত শিব'!
    ২৪ ঘন্টা | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত ঘোষ: বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। এই স্থান তাই মহাতীর্থ। মহাতীর্থ সন্ন্যাসী মহারাজদের কাছে যেমন, তেমনই সাধারণ মানুষের কাছেও। আজ, বুধবার শিবরাত্রির পুজোয় এখানে উপস্থিত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী। এদিকে পুণ্যার্থীদের ঢল সকাল থেকেই।

    বালির কল্যাণেশ্বর মন্দির নিয়ে অনেক রহস্য। কথিত আছে, প্রায় সাতশো বছর আগে এখানে জঙ্গলের মধ্যে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। সেই শিবলিঙ্গের মাথায় ছিল এক অমূল্য মণি। যেটা নিতে গিয়ে মৃত্যু হয় এক সাধুর। যদিও সেই মণির সন্ধান আর পাওয়া যায়নি। তৎকালীন বালির ছয় আনি রাজা ও উত্তরপাড়ার দশ আনি রাজা স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির প্ৰতিষ্ঠা করেন।

    স্বয়ং রামকৃষ্ণদেব এখানে এসে পুজো করেছিলেন। পুজোর সময় ঠাকুরের মাথায় ফুল পড়েছিল। বিগ্রহকে তিনি জ্যান্ত শিব বলেছিলেন। এমনকি স্বামী বিবেকানন্দের সভাপতিত্বে এখানে কালীমন্দির প্ৰতিষ্ঠা হয়েছিল।

  • Link to this news (২৪ ঘন্টা)