প্রসেনজিত্ সর্দার: কলকাতায় নানা দিকে একের পর এক মৃতদেহ উদ্ধার। 'সিটি অফ জয়' যেন 'সিটি অফ ভয়'তে পরিণত হয়েছে। আতঙ্কে দিন কাটছে কলকাতাবাসীর। এবার কলকাতায় গায়েই ভাঙড় থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে থাকা কাটাখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পায়। এরপরই তারা পুলিসকে খবর দেয়। খবর পাওয়ার পর ভাঙড় থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ভাঙড় থানার পুলিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনিয়া এলাকায় কাঠের সেতুর নির্মাণকাজ চলছিল। সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথম মৃতদেহটি খালের জলে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ এলাকাবাসীকে জানান। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃতদেহটি উত্তর ২৪ পরগনার দিক থেকে ভেসে এসে বামুনিয়ার কাঠের সেতুর কাছে আটকে যায়। যদিও সঠিক কারণ এখনও জানা যায়নি।
পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, বুধবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর কাছে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে টেকশিয়ান স্টুডিয়োর বিপরীত রাস্তায় দেহ উদ্ধার হয়। মৃত যুবকের মাথায় আঘাত চিহ্ন আছে। পাশে একটি হেলমেট পাওয়া গিয়েছে। তবে বাইকের কোনও হদিশ পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
মৃত যুবকের নাম অনুপ মণ্ডল বলে জানা গিয়েছে। ইতোমধ্যেই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিস। জানা গিয়েছে, নিহত যুবক দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা। পথ দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিস।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News