বাংলাদেশ পাচারের ছক! ১৩০ রাউন্ড কার্তুজ-সহ ৮টি বন্দুক উদ্ধার বহরমপুরে
প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
কল্যাণ চন্দ্র, বহরমপুর: বিপুল পরিমাণ কার্তুজ ও বন্দুক উদ্ধার হল বহরমপুরে। বুধবার সকালে গোপন সূত্রে অভিযান চালায় পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। মোট ১৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সোহম রেজা (২৪)। তিনি জলঙ্গি পাড়ার বাসিন্দা। বুধবার সকালে বহরমপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে অস্ত্র পাচারের অভিযোগ এসেছিল। সেই মতো বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকার রাস্তায় নজরদারি শুরু হয়। এক ব্যক্তি বাস থেকে নেমে তিনি হাঁটছিলেন। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
তাঁর সঙ্গের ব্যাগ তল্লাশি চালাতেই হতবাক হয় পুলিশ। ব্যাগ থেকে ১৩০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এছাড়াও মিলেছে আটটি ম্যাগাজিন। উদ্ধার হয়েছে চারটি সেভেন এমএম পিস্তল। এরপরই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তি মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ওই অস্ত্র ও গুলি নিয়ে আসছিলেন। সেগুলি বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল। আরও জানা গিয়েছে, ওই বন্দুকগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। সেগুলি কি চিনা বন্দুক? সেই নিয়েও প্রশ্ন উঠেছে। ধৃত ব্যক্তি কি পাচারে ক্যুরিয়র হিসেবে কাজ করেন? নাকি সরাসরি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত? সেটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এত বিপুল পরিমাণে কার্তুজ ও বন্দুক কীজন্য পাচার হচ্ছিল? তাও জানার চেষ্টা হচ্ছে। এদিন ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়।
এর আগে সামশেগঞ্জ থানার নতুন জালাদিপুর ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছিলে দুজন। সুতি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। উদ্ধার হয় দুটি ৭.৬ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং আট রাউন্ড কার্তুজ। ওই বন্দুক দুটিও চিনে তৈরি বলে অনুমান করেছিলেন তদন্তকারীরা।