• মমতার ইন্ডোরের সভা দেখানোর ব্যবস্থা রাজ্যজুড়ে, বুথে-বুথে বসছে জায়ান্ট স্ক্রিন
    প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সামগ্রিক কৌশল নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য কনভেনশনের বক্তব্য যাতে বুথ স্তরের দলীয় কর্মীরাও দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ থেকে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ব আগামী বৃহস্পতিবার ইনডোরে আসছেন। সব মিলিয়ে ১৯ হাজারের বেশি প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে আসছেন। তাই ইনডোরের চারপাশ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে ২০টির বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে।

    সূত্রের খবর, জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেস অফিসে নেত্রীর বক্তব্য সরাসরি জায়ান্ট স্ক্রিনে এলাকার সাধারণ কর্মীদের দেখানোর ব্যবস্থা করছে সেখানকার দলীয় নেতৃত্ব। সকাল ১১টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে, দুপুরেই নেত্রীর বক্তব্য দিয়েই শেষ হবে। মূল লক্ষ্য, দূরের জেলা থেকে আসা প্রতিনিধিরা যাতে ওই দিনই বাড়ি ফিরে যেতে পারেন। আজ, বুধবার থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা কলকাতা পৌঁছে তৃণমূল ভবনে যোগাযোগ করে ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন।

    দলের তরফে মঙ্গলবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ রাজ্য নেতৃত্ব নেতাজি ইন্ডোরে গিয়ে মূল মঞ্চ এবং বিভিন্ন স্তরের জন প্রতিনিধিদের বসার শ্রেণিবিন্যাস করে নিয়েছেন। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি এবং শাখা সংগঠনের রাজ্য নেতৃত্ব কোথায় বসবে তা-ও চিহ্নিত করে দিয়েছেন সুব্রত বক্সি। এদিকে দলের জেলা সভাপতিদের এদিনই রাজ্য তৃণমূল সভাপতির তরফে নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে, আগের প্রতিনিধি তালিকার পাশাপাশি এসসি ও ওবিসি সেল, এসটি সেল, সংখ্যালঘু সেল, কিষান খেতমজুর সেল, কলকাতার তৃণমূল-যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতিরা প্রতিনিধি হয়ে আসবেন। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, রাজ্য শিক্ষা সেল, আইএনটিটিইউসি, এসসি-এসটি-ওবিসি, কিষান খেতমজুর, সংখ্যালঘু সেল, মিডিয়া সেল, আইটি সেলের রাজ্য কমিটির সকল সদস্যই প্রতিনিধি হয়ে ইনডোরে ঢুকতে পারবেন।
  • Link to this news (প্রতিদিন)