• ইদে দু’দিন, অথচ বাতিল বিশ্বকর্মা পুজোর ছুটি ! বিতর্কিত বিজ্ঞপ্তিতে আধিকারিককে শোকজ কলকাতা পুরসভার
    প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে দু’দিনের ছুটি। অথচ বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল! কলকাতা পুরসভার এমন বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল। মাঠে নেমে পড়ে বিজেপিও। প্রশ্ন তোলে, ‘আমরা কি বাংলাদেশে বাস করছি?’ বিষয়টি প্রকাশ্যে আসার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে পুরসভা। জানিয়ে দেয়, এক আধিকারিক কারও অনুমতি না নিয়ে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই আধিকারিককে শোকজ করা হয়েছে। বিজ্ঞপ্তিটিও বাতিল করা হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যেয় জারি করা নোটিস ঘিরে বিতর্ক দানা বাঁধে। পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে জারি করা নোটিসে বলা হয়, ‘কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে এবার ইদের জন্য দু’দিন (৩১ মার্চ এবং ১ এপ্রিল) ছুটি থাকবে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না। ওই ছুটি ইদের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে।’ এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বিতর্ক দানা বাঁধে। 
  • Link to this news (প্রতিদিন)