কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ! কোটি টাকা ও গয়না-সহ গ্রেপ্তার ৪
প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
অর্ণব আইচ: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। অভিযান চালাল পুলিশ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ৪। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেরিচ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কল সেন্টার থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল গার্ডেনরিচ থানা এলাকায় আয়রন গেট রোডেরের হোয়াইট হাউস নামের একটি বিল্ডিংয়ে ভুয়ো কল সেন্টার চলছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাকা খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয়, ইউসুফ খান, মুর্শিল খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ নামের চার যুবককে। তাঁদের প্রত্যেকের বয়স ৩০-এর মধ্যে।
ধৃতদের থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা-সহ কিছু সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকটি ল্যাপটপ, রাউটার ও অন্যান্য কাগজপত্র পাওয়া গিয়েছে। পুলিশ জেনেছে এই ভুয়ো কল সেন্টারে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।