• ডোবারম্যান লিও’র প্রাণ বাঁচাতে রক্ত দিল রিট্রিভার কোকো, শুভেচ্ছাবার্তা কুণালের
    প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমার বুকে প্রথম নয়, তবে বিরল। ডোবারম্য়ান প্রজাতির লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল রিট্রিভার কোকো। বিষয়টা জানতে পেরেই গোটা টিমকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কোকো ও লিওকে ভরিয়ে দিলেন আদরে।

    জানা গিয়েছে, ডোবারম্যান প্রজাতির লিও রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন নেমে গিয়েছিল তিন-এ। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। মালিক সত্যজিৎ বিদ্যার্থী দুশ্চিন্তায় পড়ে যান। বিষয়টি জানতে পেরেই এগিয়ে আসেন ঋষিকান্ত মুখোপাধ্যায়। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দেয় তাঁর পোষ্য দশ বছরের কোকো (রিট্রিভার)। জানা গিয়েছে, রক্ত পেয়ে লিও এখন অনেকটাই ভালো রয়েছে। এরপর শুরু হবে তার ডায়ালিসিস, কেমোথেরাপি। চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে, প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে।
  • Link to this news (প্রতিদিন)