• হিন্দুদের ওপর আঘাত করে কী মজা পান? কলকাতা পুরসভার ছুটি বিতর্কে আক্রমণে শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি বাড়ানোর যে নির্দেশিকা জারি হয়েছিল তাকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক দেশেও সবে বরাতে ১ দিন ছুটি দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ২ দিন ছুটি দেন কেন?

    এদিন ফিরহাদ বলেন, ‘আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লিগ টু এর সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। কলকাতা পুরসভার নোটিশ সেটা প্রমাণ করল। ইদে ২ দিন কেন, ৪ দিন ছুটি দিন না। বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের ওপর আঘাত করে কেন? এতে কী মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান সবে বরাতে ১ দিন ছুটি দেয়। আপনি ২ দিন ছুটি দেন। কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন?’

    বলে রাখি এই ঘটনায় কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধাড়াকে শো - কজ করেছেন পুরসভার কমিশনার ধবল জৈন ধবল জৈন। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার দাবি, কাউকে কিছু না জানিয়ে ওই নির্দেশিকা জারি করেছিলেন ওই আধিকারিক। খবর পাওয়া মাত্র পত্রপাঠ তা প্রত্যাহার করা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)