• জন বারলা, শঙ্কুদেব পণ্ডার নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় সরকার
    হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যে বিজেপির পদ পাওয়া আর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রায় সমার্থক। নেতার বেশে কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্ঠিত হয়ে ঘুরে বেড়ানো প্রায় রীতিতে পরিণত করেছেন বিজেপি নেতারা। বিশেষ করে লোকসভা ও বিধানসভা নির্বাচনের মুখে সেই নিরাপত্তার বহর বাড়ে। যাকে বারবার কটাক্ষ করেছে তৃণমূল। তবে রাজ্য বিজেপিতে রদবদল প্রক্রিয়ার মধ্যেই পশ্চিমবঙ্গের ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করল অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য খুঁজে বেড়াচ্ছেন অনেকেই।


    পড়তে থাকুন - চাকরি বিক্রি করে আরও ১০০ কোটি তুলতে চেয়েছিলেন সুজয়কৃষ্ণ, অভিষেকের ভাগে ২০ কোটি

    যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে সব থেকে নামজাদারা হলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। গত মায়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে এখনও যোগদান করেননি তিনি। তবে মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকা যে তৃণমূলে যোগদানের নামান্তর তা বিলক্ষণ জানেন বিজেপি নেতারা। তাই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বারলার।

    যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে বারলার কিছু আসে যায় না। কারণ দিন কয়েকের মধ্যেই তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে যাবেন বলে সূত্রের খবর। তবে অন্য বিজেপি নেতাদের ক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। বারলা ছাড়া আর যে সব বিজেপি নেতার নাম রয়েছে তাঁরা হলেন,জাতীয় তপশিলি জাতি - উপজাতির কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার, কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন, দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস, নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের প্রার্থী অরূপকান্তি দিগর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি।,


    জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ, উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, বোলপুরের বিজেপির লোকসভার প্রার্থী পিয়া সাহা, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা প্রমুখ।

    এরা প্রত্যেকেই Y বা Y+ শ্রেণির নিরাপত্তা পেতেন। যাতে যথাক্রমে ৩ ও ৬ জন নিরাপত্তারক্ষী পাহারায় থাকত।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)