সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল তরুণী, ঘোলায় যুবকের রহস্যমৃত্যুতে গ্রেফতার বান্ধবী
হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
সোদপুরের ঘোলা থানা এলাকায় হোটেলে এক যুবকের মৃত্যুতে অবশেষে খোঁজ পাওয়া গেল সেই রহস্যময়ীর। এই রহস্য মৃত্যুর ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর নাম তিতলি দে। টানা ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে তাকে ঘোলা থানার পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে সোদপুরের ঘোলার একটি হোটেলে আত্মঘাতী হয়েছিলেন ওই যুবক বাবলু মণ্ডল।
ঘটনার দিন ওই তরুণীর সঙ্গে সোদপুরের মুড়াগাছা এলাকার ওই হোটেলে উঠেছিলেন বাবলু। পরে হোটেলের ঘরে বাবলুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন কর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে যুবকের। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, তরুণীকে সঙ্গে নিয়ে যুবক হোটেলে ঢুকেছিলেন। পরে তরুণী হোটেল থেকে একাই বেরিয়ে যান। যুবককে সেখান থেকে বাইরে যেতে দেখা যায়নি। পুলিশ সিসিটিভির পাশাপাশি অন্যান্য বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। যুবকের মোবাইল পরীক্ষা করে পুলিশ তিতলির নাম জানতে পারে। তারপরেই তরুণী সহ পরিবারের সদস্যদের থানায় ডেকে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে।
তদন্ত সূত্রে পুলিশ জানতে পারে, তরুণীর সঙ্গে বাবলুর বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হয়। তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়ছিলেন। অন্যদিকে, বাবলু তরুণীকে ছাড়তে চায়ছিলেন না। তাই নিয়ে ঘটনার দিন হোটেলের ঘরেই তাদের মধ্যে বচসা চলে। তারপরেই যুবক বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানাচ্ছে পুলিশ।
তবে এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে যুবক নিজে থেকেই বিষ খেয়েছিলেন নাকি তাঁকে বিষ করে বাধ্য করা হয়েছে। কী নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল? সে সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত তরুণীকে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।