'অন্য দুর্নীতিতে ৭৫ কোটি টাকা লেনদেনে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের'
হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণের সঙ্গে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথপোকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ে নামে ওই ব্যক্তি ইতিমধ্যে হওয়া বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা দাবি করেছেন। সুজয়কৃষ্ণের বিরুদ্ধে আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে থাকা এই তথ্য প্রকাশ্যে আসার পর বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, শুধু প্রাথমিক নিয়োগ দুর্নীতি নয়, অন্য একটি দুর্নীতিতে ৭৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ জমা পড়েছে আদালতে। সেই লেনদেনেও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণজ্যোতি বলেন, ‘এই মামলায় আমরাও পক্ষ হিসাবে আছি। হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে। রিপোর্টে অনেক তথ্য এসেছে। খালি প্রাথমিকে নয়, আরও অনেক কিছু ব্যাপার সামনে এসেছে। একটা লেনদেনের তথ্য তো খুব তাড়াতাড়ি সামনে আসবে। যেখানে কুন্তল মারফৎ ৭৫ কোটি সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে গেছিল। এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। এই চার্জশিটে শুধু ওনার নামের উল্লেখ হয়েছে। এর পর পুরো ব্যাপারটাই সামনে আসবে।’
ওদিকে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘দেবাদিদেব মহাদেব বললে আবার আলাদা করে বলতে হয় না কি তিনি কে? নন্দী - ভৃঙ্গীর পরিচয় লাগে, মহাদেবের লাগে না। সবুরে মেওয়া ফলে। সিবিআইয়ের পর পর চার্জশিটে আপনারা দেখছেন। কাকুর কণ্ঠস্বর এবার সিবিআইয়ের চার্জশিটে লিপিবদ্ধ হয়ে আদালতে জমা পড়ছে। অপেক্ষা করুন, আরও অনেক কিছু বাকি আছে।’