• কলকাতায় জলের মিটার বসানোর পরিকল্পনা পুরসভার, কাদের জন্য এই নয়া উদ্যোগ?
    হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • এবার কলকাতায় যাদের বাণিজ্যিক কানেকশন রয়েছে সেই সব ক্ষেত্রে জলের মিটার লাগানোর উদ্যোগ। বাল্ক কানেকশনের ক্ষেত্রেও জলের মিটার লাগানো হবে। মঙ্গলবার পুরসভার বাজেট অধিবেশনে এনিয়ে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

    তবে এর আগে কলকাতার কিছু জায়গায় জলের মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ সর্বত্র সফল হয়নি। উত্তর কলকাতার টালা ও দক্ষিণ কলকাতার পাটুলি সংলগ্ন এলাকায় এই ধরনের জলের মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজে বিরাট সফলতা পেয়েছিল পুরসভা এমনটা বলা যাবে না। পরবর্তী সময়ে সেই কাজ থেকে ধাপে ধাপে সরে আসে পুরকর্তৃপক্ষ। এমনকী সেই সময় জলের মিটার বসাতে গিয়ে যথেষ্ট সমস্যার মধ্য়ে পড়েছিলেন পুরসভার জল বিভাগের কর্মীরা। এনিয়ে বাড়িতে, পাড়ায় জল বিভাগের লোকজনের সঙ্গে ঝামেলা লেগেই থাকত।  

    তবে কলকাতায় জলের অপচয় যতটা সম্ভব রুখতে চাইছে কলকাতা পুরসভা। জলের প্রয়োজনীয় ব্যবহারের ক্ষেত্রে রাশ টানা হবে এমনটা নয়। আসলে জলের যাতে অপচয় না হয় সেটা নিশ্চিত করতে চাইছে পুরকর্তৃপক্ষ। সেকারণেই এই উদ্যোগ। 

    এবার মূলত বাণিজ্যিক ও বাল্ক হিসাবে যারা প্রচুর জল ব্যবহার করেন তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। এক্ষেত্রে সাধারণত বহুতল আবাসনে যেখানে একসঙ্গে অনেক পরিবার বাস করেন সেই সমস্ত জায়গায় জলের যে কানেকশন সেটাকে বাল্ক কানেকশন বলে ধরা হয়। 

    অন্যদিকে বাণিজ্যিক কানেকশন অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে যেখানে জলের সংযোগ নেওয়া হয়। সেই কানেকশনগুলির ক্ষেত্রেও মিটার বসানো হতে পারে। এতে মূলত যেটা বোঝা যাবে যে জল কতটা ব্যবহার করা হচ্ছে, জলের অপচয় কতটা হচ্ছে এসব সহজেই বোঝা যাবে। 

    তবে একেবারে বাড়ি বাড়ি জলের কানেকশনের জন্য মিটার বসানো হবে এমনটা নয়। কারণ সমস্ত জলের কানেকশনের ক্ষেত্রেই মিটার বসানোর পরিকল্পনা এখনই নেই। সেই সঙ্গেই পুরসভা গোটা বিষয়গুলি নিয়ে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে। কারণ এই মিটার বসানো নিয়ে অতীতে পুরসভার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সেকারণেই এবার একেবারে বাড়ি বাড়ি গিয়ে মিটার বসানোর কোনও উদ্যোগ নেবে না পুরসভা। কেবলমাত্র বাণিজ্যক ও বাল্ক কানেকশনের ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গেই নর্দমার জলকে পরিশ্রুত করে গাড়ি ধোয়া ও গাছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে পুরসভার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)