বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি ২ দিন করার ঘটনায় শোরগোল শুরু হতেই বিজ্ঞপ্তি বাতিল করে আধিকারিকের ঘাড়ে দায় ঠেলল কলকাতা পুরসভা। বুধবার দুপুরে একথা জানিয়েছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা। তিনি জানিয়েছেন, যে আধিকারিক এই কাজ করেছেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে পুরসভা।
পড়তে থাকুন - চাকরি বিক্রি করে আরও ১০০ কোটি তুলতে চেয়েছিলেন সুজয়কৃষ্ণ, অভিষেকের ভাগে ২০ কোটি
বুধবার প্রকাশ্যে আসে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের জারি করা একটি বিজ্ঞপ্তি। তাতে কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলির ছুটির তালিকা পরিমার্জন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি থাকবে ২ দিন। ৩১ মার্চ ও ১ এপ্রিল ইদের ছুটি থাকবে স্কুলগুলি। পরিবর্তে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে।
এই বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জানতাম না। পুর কমিশনারও জানেন না বিষয়টা। তিনি নিজে থেকে এই সার্কুলার করেছেন। এটা বেআইনি। তিনি কারও সঙ্গে আলোচনা না করে সার্কুলার করতে পারেন না। সেই সার্কুলার তৎক্ষণাৎ বাতিল করা হয়েছে। কারও সঙ্গে আলোচনা না করে এই সার্কুলার জারি করায় তাঁর বিরুদ্ধে কড়া বিভাগীয় পদক্ষেপ আমরা নিতে চলেছি। তাঁকে জবাবদিহি করতে হবে যে তিনি এটা কেন করেছেন? কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছেন? আমার সঙ্গে মেয়র ও কমিশনারের কথা হয়েছে। এব্যাপারে সবাই আমার সঙ্গে সহমত। এটা একটা শৃঙ্খলাভঙ্গ।’
জানা গিয়েছে বুধবার দুপুরেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধাড়াকে শো-কজ করা হয়েছে।