'বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি ২ দিন দিলেন ফিরহাদ সোহরাবর্দি হাকিম'
হিন্দুস্তান টাইমস | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদ-উল-ফিতরের ছুটি ২ দিন ঘোষণা করল কলকাতা পুরসভা। ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে সেকথা জানানো হয়েছে। আর তাতেই তীব্র প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার আর এক চেষ্টা বলে দাবি করেছেন তিনি।
পড়তে থাকুন - চাকরি বিক্রি করে আরও ১০০ কোটি তুলতে চেয়েছিলেন সুজয়কৃষ্ণ, অভিষেকের ভাগে ২০ কোটি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জগন্নাথবাবু দাবি করেছেন, ‘শিবরাত্রির সকালে বাঙালির জানা দরকার পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছ। কলকাতার মেয়র জনাব ফিরহাদ সোহরাবর্দি হাকিম, যিনি নিজের বিধানসভা কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন। দাওয়াত এ ইসলামের কথা বলেন, ভিনধর্মীদের ইসলাম কবুল করার কথা বলেন। মুসলমানদের জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরু হওয়ার কথা বলেন, তাঁর আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হল। এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা পুরসভার স্কুলগুলিতে ইদ - উল - ফিতরের ছুটি ২ দিন করা হল। সারা ভারতে ইদ - উল - ফিতরের ছুটি ১ দিন হয়। কিন্তু কলকাতা পুরসভা যেহেতু জনাব ফিরহাদ সোহরাবর্দি হাকিমের দ্বারা শাসিত তাই এখানে ২ দিন করা হল।’
ভিডিয়োতে জগন্নাথবাবু আরও বলেন, ‘কলকাতা পুরসভার শিক্ষা দফতরের প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রত্যেকটি বাঙালি সনাতনীর হৃদয়ে ঘা দেবে। মনে অশান্তের সৃষ্টি করেন। যে রাজ্যের মুখিয়া অমৃতকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন তাঁর প্রিয় ববি বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি ২ দিন বাড়াবে সেটাই তো স্বাভাবিক। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। ছাব্বিশে বিদায় করুন, নইলে আপনাকে এই বাংলা থেকে বিদায় হতে হবে।’