• ভাগীরথীতে তলিয়ে মৃত্যু যুবকের, বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ আরও ১
    এই সময় | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • শিবরাত্রি উপলক্ষে নদীতে স্নান করা হবে বলে আগেই কথা হয়েছিল তিন বন্ধুর। কথা মতো বুধবার দুপুরে দাঁইহাট-মাটিয়ারী ফেরিঘাটের কাছে ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিল ওঁরা। কিন্তু সেই স্নানই কাল হলো তাঁদের। নদীতে ডুবে মৃত্যু হলো এক বন্ধুর, অন্যজনের খোঁজ এখনও মেলেনি।

    এক বন্ধু নদীর পারে বসেছিলেন এবং বাকি ২ জন নদীতে স্নান করতে নেমেছিলেন। প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন, তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষ্যে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিলেন। ২ জন অনেকক্ষণ ধরে স্নান করছিলেন। হঠাৎ একজনকে ডুবতে দেখে তাঁকে বাঁচাতে গিয়ে অন্য বন্ধুও নদীর গভীরে তলিয়ে যান। ওঁদের ডুবে যেতে দেখে একজন স্থানীয় বাসিন্দা ওদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। কিন্তু চেষ্টা করলেও তাঁর পক্ষে ওই ২ জনকে বাঁচিয়ে টেনে তোলা সম্ভব হয়নি। দুই বন্ধুই নদীর জলে তলিয়ে যান।

    দ্রুত তাঁদের খোঁজ করতে শুরু করেন মাঝিরা। ঘণ্টা খানেক ধরে খোঁজাখুঁজির পরে নৌকার মাঝিরা সুমন সাহা (২২) নামে একজনকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুমন সাহা কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি বেড়া গ্রামে। অন্যদিকে অর্ঘ্য সাহা(২৩) নামে আরও এক যুবকের খোঁজ এখনও মেলেনি। ইতিমধ্যেই অর্ঘ্য সাহার খোঁজে কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়া মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা যৌথভাবে ডুবুরি নামিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি চালাচ্ছে। অর্ঘ্যর বাড়ি দাঁইহাটের দেওয়ানগঞ্জে। দাঁইহাট-মাটিয়ারী ফেরিঘাটের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • Link to this news (এই সময়)