• ‘আচমকা ফেটে যায় গাড়ির সামনের চাকা’, কুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা গলসিতে, জখম বহু...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ থেকে ফিরছিলেন। জানতেন, আর কয়েকঘণ্টায় পৌঁছে যাবেন ঘরে। তবে মাঝপথে বিপত্তি। পথ দুর্ঘটনা। জখম বহু।

    বুধবার পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে  দুর্ঘটনাটি ঘটে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনায় গাড়ির চালক-সহ কমবেশি ২৮ জন তীর্থযাত্রী জখম হয়েছেন। তীর্থ যাত্রীরা ফিরছিলেন একটি ট্রাভেলার গাড়িতে। তাঁরা প্রত্যেকে উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

    কীভাবে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয়রা জানিয়েছেন, আচমকা গাড়ির সামনের চাকা ফেটে গিয়েই এই বিপত্তি ঘটে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা গোলাম ইসমাইল বলেন, ‘আমাদের  সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের  জন্য জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।‘

    তীর্থযাত্রী সুস্মিতা নাগ জানিয়েছেন, ‘আমরা দুটি গাড়িতে বসিরহাট থেকে প্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিলাম। ২১ ফেব্রুয়ারি আমরা বসিরহাট থেকে বের হই। ২৪ ফেব্রুয়ারি কুম্ভ স্নানের পর আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। আমি পিছনের গাড়িতে ছিলাম। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ২৮ জন ছিল। কমবেশি সবাই জখম।‘
  • Link to this news (আজকাল)