• পুরনো নিয়মে শেষবারের উচ্চ মাধ্যমিক, ছাত্রের তুলনায় সংখ্যায় এগিয়ে ছাত্রীরা...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এখবর। সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ৪৭,৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। রাজ্যের প্রতিটি জেলাতেই সংখ্যার হিসেবে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পরীক্ষা শুরু হবে আগামী ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০৮৪১৩ জন। 

    যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবছর পরীক্ষায় বসছে না প্রায় ৫৫,০০০ পরীক্ষার্থী। এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'মাধ্যমিকের পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায়‌। উদাহরণ হিসেবে বলা যায়, অনেকেই ডিপ্লোমা কোর্স করেন। ফলে সেক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।' 

    আগামী বছর থেকে চালু হবে সেমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিকের এই পুরনো পদ্ধতিতে শেষবারের পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র আছে ১৩৬টি। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। কম করেও দু'জন পর্যবেক্ষক থাকবেন। পরীক্ষাকেন্দ্রে কম করেও দুটি সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। 

    প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করেছে সংসদ। প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর। এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। যা উত্তরপত্রে লিখতে হবে। সেইসঙ্গে থাকবে কিউআর কোড ও বারকোড। সংসদ সভাপতি জানান, যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠায় তাহলে দ্রুত সে ধরা পড়ে যাবে। একইসঙ্গে তিনি জানান, যদি কোনও পরীক্ষার্থীর থেকে ইলেকট্রনিক্স গেজেট বা যোগাযোগের মাধ্যম কিছু পাওয়া যায় তবে ওই পরীক্ষার্থীর ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)