• দাঁড়িয়ে আছে হাতির পাল, রাস্তায় কখনও বাইসন আবার কখনও চিতাবাঘ, মন্দিরে আওয়াজ হর হর মহাদেব ...
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বন্যপ্রাণ অধ্যুষিত কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সংরক্ষিত বনাঞ্চলে জংলি বাবার মন্দিরে ধূমধাম করে হল শিবপুজো। জায়গাটি বন্যপ্রান অধ্যুষিত। হাতি, বাইসন এবং চিতাবাঘ এই বনে ঘুরে বেড়ায়। সবকিছু উপেক্ষা করেই বুধবার শিব ভক্তরা এসেছিলেন শিবপুজো করতে। 

    এদিন সকালে জঙ্গল থেকে রাস্তায় বেড়িয়ে আসে একটি বাইসন। এর কিছুক্ষণ পরেই তিন চিতাবাঘের একটি দল গুটি গুটি পায়ে জঙ্গল ছেড়ে উঠে আসে রাস্তায়। মন্দির থেকে মাত্র ৩০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল ১২টি হাতির একটি দল। যতক্ষণ পুজো চলেছে ততক্ষণ তারা সেখান থেকে নড়েনি বলেই ভক্তদের দাবি। এরইমধ্যে ভক্তরা সমবেতভাবে বলে উঠলেন, হর হর মহাদেব। সকাল থেকেই জংলি বাবার মন্দির ছিল ভক্তদের ভিড়ে পরিপূর্ণ। 

    পুণ্যার্থীদের সুবিধায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। বিনামূল্যে অটো, টোটো পরিষেবা থেকে অ্যাম্বুল্যান্স এবং সর্বোপরি তাঁদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সহযোগিতা করেছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গল থেকে চিতাবাঘ ও বাইসন বেরিয়ে আসার পর ফের তাদের আবার জঙ্গলে ঢুকিয়ে দেয় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, বন দপ্তরের কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা রেঞ্জ, ঘোষপুকুর রেঞ্জ, টুকরিয়াঝার রেঞ্জ ও পানিঘাটা রেঞ্জ মিলিয়ে বনদপ্তরের তরফে ১০টি বিশেষ টিম বুধবারের জন্য তৈরি করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)