• মহেশতলায় বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার ১, তদন্তে পুলিশ
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মহেশতলা থেকে গ্রেপ্তার করা হল একজনকে। এদিন সূত্রের খবরের ভিত্তিতে মহেশতলার বাসিন্দা শেখ চাঁদকে গ্রেপ্তার করা হয়।

    ধৃতকে হেস্টিংস থানার অন্তর্গত সেন্ট জর্জ গেট রোড এবং বেকারি রোডের সংযোগস্থল থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

    এবিষয়ে হেস্টিংস থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। কোথা থেকে সে এই অস্ত্র পেল সেটা খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ। বহুদিন ধরেই এই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রি করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই হিসেবে বহুদিন ধরেই পুলিশ জাল ফেলেছিল। সেই জালে এদিন ধরা পড়ে যায় অভিযুক্ত শেখ চাঁদ। ধৃতকে গ্রেপ্তার করে এই মামলার গভীরে যেতে চাইছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)