• ভাবা যায়! মহাদেবের মাথায় জল ঢালতে ৮৬-র বৃদ্ধ শুরু করলেন হাঁটতে, রওনা দেবেন দীর্ঘ ৩১ কিমি পথ...
    ২৪ ঘন্টা | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সন্দীপ ঘোষ চৌধুরী: অদম্য ইচ্ছাশক্তি আর ঈশ্বরের প্রতি ভক্তির নিদর্শন দেখা গেল বছর ৮৬-র এক বৃদ্ধের মধ্যে। মহাদেবের মাথায় জল ঢালতে ৩১ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন তিনি। রওনা দিলেন কাটোয়ার দেবরাজ ঘাট থেকে।

    আজ শিবরাত্রি। গঙ্গাঘাটের সংলগ্ন মন্দির থেকে শুরু করে রাস্তার ধারের বিভিন্ন শিবমন্দিরে আজ অজস্র ভক্তের সমাগম লক্ষ করা যায়। পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় জমান। এবারও সেই দৃশ্য দেখা যাচ্ছে। সেইমতো কাটোয়ার ভাগীরথীর ঘাটগুলিতেও পুণ্যার্থীরা আসছেন। 

    আর এরই মধ্যে কাটোয়ার দেবরাজ ঘাটে নজর কাড়লেন পার্শ্ববর্তী বীরভূম জেলার যুবুটিয়া গ্রামের বাসিন্দা অজিত কুমার সিনহা। বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীর ঘাট থেকে গঙ্গাজল নিতে এসেছেন গ্রামের জপেশ্বর মহাদেবের মাথায় ঢালার জন্য। এই গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে ৩১ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেবেন অজিত। ভাবা যায়!

    কেন তিনি এরকম করছেন? অজিত বলছেন, 'বহু বছর ধরেই আমি পূর্ব বর্ধমানের কাটোয়ার ভাগীরথী থেকে জল নিয়ে গিয়ে আমার গ্রামের জপেশ্বর শিবমন্দিরে ঢালি। আগে আরও দূরদূরান্তে মহাদেবের মাথায় জল ঢালতে যেতাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জোর কমে এসেছে। তাও এবারে ৩১ কিলোমিটার পথ গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে গ্রামে যাব বাবার মাথায় জল ঢালতে।' এ কি সামান্য? বিশেষত এই বয়সে? শরীরের জোর কমে এলেও এ যা করছেন, তাই তো বিস্মিত করছে সকলকে! অজিত আরও বলেন, 'আমি এতে গভীর শান্তি পাই। পৃথিবীর সকলের মঙ্গলকামনার্থে আমি মহাদেবের মাথায় জল ঢালি।' ধন্য অজিতবাবু। এভাবেও এখনও ভাবেন তিনি!

  • Link to this news (২৪ ঘন্টা)