সুব্রত বিশ্বাস: মহিলাকে ধাক্কা দিয়ে ৭টি স্টেশন টেনে নিয়ে গেল হাটে বাজারে এক্সপ্রেস। নৈহাটি স্টেশনে ট্রেন থামার পর মহিলার দেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, সোদপুরে স্টেশনে রেল লাইন পারাপারে সময় দুই মহিলা ধাক্কা মারে ট্রেনটি। একজনের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আরেক মহিলার দেহ ইঞ্জিনে লেগে নৈহাটি স্টেশন পর্যন্ত চলে যায়। রেলপুলিশের তরফে দেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা হবে। হাটে বাজার এক্সপ্রেস সোদপুর স্টেশন দিয়ে যাচ্ছিল। সেই সময় রেললাইন পারাপার করছিলেন দুই মহিলা। ট্রেন চলে আসার হকচকিত হয়ে যান দুজনে। দ্রুত গতিতে থাকা ট্রেন দুই মহিলাকে সজোরে ধাক্কা মারে। এক মহিলা রেললাইনের উপর ছিটকে পড়েন। আরেক মহিলার দেহ ট্রেনের ইঞ্জিনে লেগে যায়। ওই অবস্থায় ট্রেন সাতটি স্টেশন অতিক্রম করে। নৈহাটি স্টেশনে গিয়ে ট্রেনটি দাঁড়ানোর পর দেখা যায় কাউক্যাচারের হুক থেকে ঝুলছে দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলপুলিশে। একটি দেহ সোদপুর এবং আরেকটি দেহ নৈহাটি থেকে উদ্ধার করা হয়।
মৃত মহিলাদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তবে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সি হবেন তাঁরা। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবে রেল পরিষেবা সাময়িক ব্যাহত হয়। নিহতদের নাম, পরিচয় জানার চেষ্টা করছে রেলপুলিশ।