• চোর, ‘চোদ্দগুষ্টি’ও চোর! নাম না করে মানিক ভট্টাচার্যকে প্রকাশ্যে আক্রমণ মহুয়ার
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: প্রকাশ্য সভা থেকে নাম না করে পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও তার ‘চোদ্দগুষ্টি’ চোর বলে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার বিকালে পলাশিপাড়া বিধানসভার অন্তর্গত বার্নিয়া সমবায় সমিতির মাঠে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কৃষ্ণনগরের সাংসদ তাঁর ভাষণে নাম না করেই দলীয় বিধায়ককে একহাত নেন। বলেন, “ওর বিরুদ্ধে কেস চলছে, এফ আই আর হয়েছে। চার্জশিট হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “ওর বউ চোর, ছেলে চোর, চোদ্দোগুষ্টি চোর।”

    কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পাশাপাশি নদিয়ার সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া। কিছুদিন আগেই মহুয়াকে জেলা সভাপতি পদ থেকে সরানোর দাবিতে একটি চিঠির প্রসঙ্গ সামনে আসে। শোনা যায়, তাতে দলের বেশ কিছু বিধায়কের সই রয়েছে। তাঁদের মধ্যে আছে প্রাথমিকে নিয়োগ মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের নাম। সেই আবহেই পরোক্ষে মানিককে আক্রমণ মহুয়ার। ২০১৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলেরই বিধায়ককে নিয়ে এমন মন্তব্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে।

    এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছেন মানিক। বলেছেন, “বিজেপি, সিপিএম বছর দুয়েক ধরে এসব বলছে, তার সঙ্গে আরেকজন যোগ হল।” তবে এই মন্তব্যের নিশানা তিনিই কিনা, প্রশ্ন করা হলে মানিক শুধু বলেন, তিনি জানেন না।
  • Link to this news (প্রতিদিন)