গার্ডেনরিচে জলের পাইপ লাইন সারাই করতে গিয়ে একটি বাড়ির চতুর্থ তল থেকে পড়ে মৃত্যু হল শ্রমিকের। মৃতের নাম সৈয়দ সালাউদ্দিন (৩৬)। বাড়ি কলকাতার মেটিয়াবুরুজ থানা এলাকায়। বুধবার দুপুরে গার্ডেনরিচে রামেশ্বরপুর রোডের ধারে একটি পুরনো বহুতলে কাজ করতে গিয়েছিলেন সালাউদ্দিন। বাড়ির চতুর্থ তলে বাইরের দিকে জলের একটি পাইপ লাইন সারাচ্ছিলেন তিনি। ওই সময়েই চার তলা থেকে নীচে পড়ে যান তিনি। পরে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে নেমে পুলিশ ওই পুরনো বাড়িটির এক ভাড়াটিয়ার সঙ্গে কথা বলে। ওই ভাড়াটিয়াই জলের পাইপ সারাইয়ের জন্য ডেকেছিলেন সালাউদ্দিনকে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে পুলিশ। ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন গার্ডেনরিচ থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ ছাড়া একটি নাইলনের দড়ি এবং কাঠের স্ট্যান্ডও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে এই মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত ওই ঘটনায় কোনও অভিযোগও দায়ের হয়নি। তবে মৃত্যুর কারণ জানতে দেহটির ময়নাতদন্তের ব্যবস্থা করছে পুলিশ। সুরতহাল এবং ময়নাতদন্তের রিপোর্ট মিললে মৃত্যুর কারণ অনেকটা স্পষ্ট হতে পারে বলে মনে করছে পুলিশ।