• প্রাচীন ধারা অক্ষুণ্ণ রেখে অমৃতি শিবমন্দিরে পুজো, ঢল ভক্তদের
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রাচীন ধারা অক্ষুণ্ণ রেখেই নিষ্ঠার সঙ্গে মহা শিবরাত্রি পালিত হল মালদহের অমৃতি শিবমন্দিরে। মালদহ ও আশপাশের অঞ্চল থেকে প্রায় দু’লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে। বুধবার সেখানে ছিল ভক্তদের ঢল।


    কথিত আছে, সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনকাল থেকেই এই পুজোর শুরু। তৎকালীন দুই সনাতন ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক মহামন্দ শেঠ এবং নন্দন শেঠ মিলে এই অনুষ্ঠানের সূচনা করেন। সম্পর্কে তারা ছিলেন দু’ভাই। 


    এদিন উদ্যোক্তারা জানান, এখানে শিবের মাথায় জল ঢালতে মালদহের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুই দিনাজপুর জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন। উদ্যোক্তারা জানান, গঙ্গার ওপারের মুর্শিদাবাদ, এমনকি বিহার থেকে কিছু কিছু ভক্ত আসেন এখানে। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা দেবাশিস শেঠ এদিন জানান, স্বাধীনতার আগে আমার প্রপিতামহ এবং তাঁর ভাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। শিবরাত্রি উপলক্ষ্যে এখানে দু'লক্ষেরও বেশি মানুষের আগমন হয়। 


    হিন্দুশাস্ত্র অনুযায়ী জানা যায়, বিশেষ এই রাতেই মহাতান্ডব নৃত্য করেছিলেন শিব। সেই কারণেই কয়েকশো বছর ধরে রাতটি 'মহা শিবরাত্রি' হিসেবে পালিত হয়ে আসছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় সনাতন ধর্মের অন্যতম বিশেষ ধর্মানুষ্ঠান 'মহা শিবরাত্রি'।   


    এখানে মহা শিবরাত্রি উপলক্ষ্যে প্রতিবছর বিশাল মেলা বসে। পাঁচদিন ধরে চলে এই মেলা। দেবাশিস শেঠ জানান, এখানে মেলা উপলক্ষ্যে কোনও শুল্ক আদায় করা হয় না। তবে এবছর আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বলেছি, তারা যেন নিজ নিজ দোকানে অগ্নিনির্বাপণের একটি করে ব্যবস্থা করে রাখেন।
  • Link to this news (বর্তমান)