সংবাদদাতা, চোপড়া: চোপড়ায় মণ্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির। আবার, সাংগঠনিক দুর্বলতার জেরে এলাকায় কর্মসূচিও দেখা যাচ্ছে না গেরুয়া শিবিরের। বিজেপি সূত্রে খবর, দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির অধীনে চোপড়া বিধানসভা কেন্দ্র রয়েছে। এই দুইয়ের জেরে চোপড়ায় কর্মীদের কাছে এখন মুখ পোড়ার দশা বিজেপি নেতৃত্বের।
চোপড়া বিধানসভায় বিজেপির চারটি মণ্ডল কমিটি রয়েছে। তারমধ্যে একটি মণ্ডলেও সভাপতি নির্বাচন হয়নি।
দলীয় সূত্রের খবর, কোথাও দলীয় কোন্দলের জেরে নির্বাচন ঝুলে রয়েছে, কোথাও সংগঠনের হাল ধরার লোকই খুঁজে পাচ্ছে না। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, দলে কোথাও সমস্যা নেই। সভাপতির নাম শীঘ্রই ঘোষণা করা হবে।
দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কিছুদিন আগে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনে তোড়জোড় শুরু করে বিজেপি। চলতি মাসে তাদের এই সাংগঠনিক কাজ শেষ করার কথা। কিন্তু, সেটা করতে ব্যর্থ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, চোপড়া বিধানসভায় প্রায় ২৪৫টি বুথ কমিটি রয়েছে। এখনও পর্যন্ত অর্ধেকের বেশি বুথকমিটি গঠন করতে পেরেছে বিজেপি। দ্রুত বাকিগুলো গঠন করা হবে।
চোপড়ায় খাতা কলমেও পিছিয়ে পড়ছে বিজেপি। বিধানসভা হোক কিংবা লোকসভা, নির্বাচনের ফলাফলের নিরিখে চোপড়ায় বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি। তা সত্ত্বেও দীর্ঘ কয়েকমাস ধরে বিজেপির কর্মসূচি নজরে পড়ছে না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
মাঝেমধ্যে কংগ্রেস কিংবা সিপিএমকে ছোটখাটো কর্মসূচি করতে দেখা গেলেও বিজেপির কর্মসূচি প্রকাশ্যে দেখা যাচ্ছে না। নিজেদের মধ্যেই এ নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে।
বিজেপির এই দশাকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির ব্লক দলীয় কার্যালয় দেখলেই পদ্ম শিবিরের সাংগঠনিক অবস্থা বোঝা যায়। শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক ভবেশ কর বলেন, এটা ঠিক যে, দলের চারটি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা হয়নি।
তার মানে এটা নয়, দলের সাংগঠনিক দুর্বলতার জেরে সভাপতিদের নাম ঘোষণা করা যায়নি। চোপড়া বিধানসভা এলাকাকে উত্তর দিনাজপুর জেলা থেকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটিতে যোগ করার পর থেকেই নেতৃত্বের মধ্যে চিড় ধরতে শুরু করে বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করে বিজেপির শিলিগুড়ি জেলা সাংগঠনিক কমিটির সহ সভাপতি অসীম বর্মন বলেন, এরকম কোনও বিষয় নয়। দলের হয়ে যাঁরা কাজ করবেন, তাঁরা নিশ্চয়ই জায়গা পাবেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাই দ্রুত ব্লক কার্যালয় মেরামত করা হবে।